February 5, 2025, 2:07 pm
হুমায়ুন কবির নেত্রকোণা প্রতিনিধি।
আগামী ১৭ অক্টোবর নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আটপাড়া উপজেলার সকল জনপ্রতিনিধিদের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজলের আনারস প্রতীকের জন্য ভোট চেয়েছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা এডভোকেট আব্দুল মতিন।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে আটপাড়া উপজেলা আওয়ামী লীগ স্থানীয় পাবলিক হলে আয়োজিত এক প্রচারণা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ভোট প্রার্থনা করেন।
এ সময় এডভোকেট আব্দুল মতিন বলেন, জেলা পরিষদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিগণ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে থাকেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অসিত সরকার সজলকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
এ সময় আরও বলেন, যেহেতু আমাদের নেত্রী অসিত সরকার সজলকে মনোনয়ন দিয়েছেন তাই তিনি জিতলেই শেখ হাসিনা জিতবেন।
সভায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অসিত সরকার সজল বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে জীবন যৌবন উৎসর্গ করেছি। জীবনের মায়া ত্যাগ করে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করেছি। এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছেন। তাই সকল ভোটারদের কাছে আমার সবিনয় আহবান আপনারা আনারস প্রতীকে ভোট দিয়ে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুর পরিচালনায় সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রসুল তালুকদার, নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্পিতা খানম সুমী প্রমুখ।