এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় আরিফ বিল্লাহ নামে এক কাজিকে প াশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম এ আদেশ দেন। অর্থদন্ড প্রাপ্ত আরিফ বিল্লাহ সুজানগর পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের কাজি ও স্থানীয় মথুরাপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এদিন দুপুরে পৌরসভার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় অবস্থিত কাজি অফিসে অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীর(১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ইউএনও মোঃ তরিকুল ইসলাম থানার ওসি আব্দুল হাননানকে সাথে নিয়ে ওই কাজি অফিসে যান এবং বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর টের পেয়ে পালিয়ে গেলেও কাজিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কাজিকে প াশ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ইউএনও মো.তরিকুল ইসলাম জানান, বাল্যবিবাহ নির্মূলে সুজানগর উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ তাই এ অভিযান চলমান থাকবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply