পাথরঘাটা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে।
পাথরঘাটা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প‍্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে র‍্যালি শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাথরঘাটা ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে।

এদিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ।
বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোখছেদুল আলম। ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সিদ্দিকুর রহমান প্রমূখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

অমল তালুকদার
পাথরঘাটা,বরগুনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *