May 13, 2025, 7:58 am
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আধারে
বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে দূর্র্বৃত্তরা। বুধবার
দিবাগত রাতে ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল গ্রামের আজিম
মোল্লার ছেলে আতিয়র ইসলামের দুটি পুকুরে বিষ প্রয়োগ করে
মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল গ্রামের মাছ চাষী
আতিয়র রহমান দির্ঘদিন যাবত বাৎসরিব ভিত্তিতে অন্যের পুকুর লীজ
নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। তিনি এবছর ওই
এলাকার মালিপাড়া গ্রামের শাজাহান মন্ডলের সরীকানা ৬ বিঘা
পরিমান দুটি পুকুর লীজ নিয়ে আট থেকে নয় মাস পূর্ব থেকে
প্রায় দুই লক্ষ টাকার রুই,কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির
মাছের পোনা ছেড়ে বড় করতে থাকে। পূর্ব শত্রুতার জের ধরে বুধরাব
দিবাগত রাতে কে বা কাহারা রাতের আঁধারে তার লীজ নেওয়া ওই
দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষকরা প্রায় ৪৫ মন
মাছ মরে ভেসে উঠে। তার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
ভুক্তভোগী মাছ চাষী আতিয়র ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে
কে বা কাহারা আমার লীজ নেওয়া দুটি পুকুরে বিষ প্রয়োগ করে সব
মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ
বিষয়ে আমি ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডাইরী করেছি।