নড়াইলের উন্নয়নের কথা ভেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবেন-বাহাউদ্দিন নাসিম

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের উন্নয়নের কথা ভেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবেন-বাহাউদ্দিন নাসিম।
আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি খালেদাজিয়ার মুক্তির আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। তারা কিভাবে বলে আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়া দেশ চালাবে। সাজাপ্রাপ্ত কারাগারে আসামী কি করে দেশ চালাতে পারে। তারা বিগত সময়ের মত আগুন সন্ত্রাস, পেট্টল বোমা, হামলা-ভাংচুর করে দেশে অস্থিশিল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বুধবার দুপুরে নড়াইল জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামীলীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি আরো বলেন, এ নির্বাচন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সামান্য স্বার্থের দিকে না তাকিয়ে বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে এলাকার উন্নয়নের কথা ভেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবেন।
নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, আ’লীগ সমর্থিত জেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ। এ সময় জেলা আ’লীগের সহ-সভাপতি ও নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর চেয়ারম্যান মশিয়ার রহমানসহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু (মোটর সাইকেল) ও সাবেক জেলা পরিষদের প্রশাসক পলোহাগড়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাদারণ সম্পাদক ও উপজেলা আ’লীগ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব (চশমা) প্রতিকে নির্বাচন করছেন। এছাড়া ১নং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৪জন, ২নং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩জন, এছাড়া সাধারণ ১নংওয়ার্ডে (কালিয়া উপজেলা) ৩ জন, ২নং ওয়ার্ডে (নড়াইল সদর) ৫জন ও ৩নং ওয়ার্ডে (লোহাগড়া উপজেলা) ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *