January 15, 2025, 7:09 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সংগঠন ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাবের ছয় মাস মেয়াদি পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। এ কমিটি আগামী ৩১ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত বলবৎ থাকবে এবং গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত ও অনুমোদিত হয়। কমিটির সদস্যরা হলেন-
সভাপতি (পদাধিকারবলে) : মোহাম্মদ আতিকুল মামুন, উপজেলা নির্বাহী অফিসার
সিনিয়র সহ-সভাপতি : রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)
সহ-সভাপতি : ডা. জপু চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কল্পনা রহমান, উপজেলা কৃষি অফিসার
সাধারণ সম্পাদক : মীর আন্-নাজমুস সাকিব, পরিসংখ্যান কর্মকর্তা
কোষাধ্যক্ষ : দীপক চন্দ্র দাস, সহকারী তথ্য অফিসার
সাংগঠনিক সম্পাদক : স্বপন চন্দ্র দে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার
দপ্তর সম্পাদক : মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
সংস্কৃতি বিষয়ক সম্পাদক : সুলতানা রাজিয়া, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস)
ক্রীড়া বিষয়ক সম্পাদক : মোস্তফা জাহান রাইয়ান জিহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
এছাড়া অন্যান্য সকল সদস্য/কর্মকর্তাগণ কমিটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ ক্লাবটি ২০২১ সাল থেকে নব উদ্যমে যাত্রা শুরু করে। এ বছরের মে মাসে ইউএনও মোহাম্মদ আতিকুল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্লাবটির সংস্কার ও পুরোদমে সক্রিয় কার্যক্রমের জন্য নানা পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ করেন। জুন মাসে পরিসংখ্যান কর্মকর্তা মীর আন্-নাজমুস সাকিবকে সাধারণ সম্পাদক ও সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাসকে কোষাধ্যক্ষ করে সংক্ষিপ্ত অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়, যা আজ পূর্ণতা পেলো।