ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছা পাৌরসভার ৭নং ওয়ার্ডের বাইপাস ঢালু সড়কটি গাইডওয়াল না থাকায় মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডির খালের পাশ দিয়ে মৎস্য কাঁটা মার্কেটসহ বাজারে সহজে যাতায়তের জন্য পৌর কর্তৃপক্ষ সড়কটি নির্মান করে। কিন্তু এ পথে নেই কোন গাইডওয়াল। ফলে ছোটখাট দুর্ঘটনা লেগেই আছে। যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতির আশংস্কা করছে সর্বসাধারণ। উপজেলার শিবসা ব্রীজ সড়কের পশ্চিম পাশে এ বাইপাস সড়কটি নির্মান করা হয়েছে।যা অত্যান্ত ঢালু,পাশে এলজিইডির একটা গভীর বিশাল খাল। পাশে পাইকারী মাছের বাজার। যেটা কাটা মার্কেট নামে পরিচিত। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়। দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকার ট্রাক,পিকআপ এখানে আসে। স্থানীয় ভাবে চলাচল করে নসিমন,করিমন,ভ্যান, মাইক্রো,মটর সাইকেল সহ নানা প্রকার বাহন। খুব সাবধানে চলাচল করলেও থেকে গেছে মারাত্মক ঝুকি। মৎস্য আড়ৎদারী সমিতির সম্পাদক মিঠু বলেন, সড়কটিতে যাননবাহন চলাচল খুবই ঝুকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে গাইডওয়াল খুবই জরুরী। এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন এখানে কোন রাস্তা ছিলনা মাছের কাটা বাজারের জন্য কয়েক বছর আগে রাস্তা নির্মান করে পিচ করে দিয়েছি। পর্যায়ক্রমে গাইড ওয়ালটাও করে দেয়া হবে।
ইমদাদুল হক,
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।
Leave a Reply