সিসিটিভিতে ধরা পড়ল ব্যবসায়ী মান্নানকে কু/পিয়ে হ/ত্যার চেষ্টার দৃশ্য

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় কিশোর গ্যাংয়ের মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে। আশুলিয়ার জামগড়া এলাকার দি-রোজ পোশাক কারখানার পেছনে অবস্থিত একটি মুদিখানা দোকানের মালিক আব্দুল মান্নান (৪৫)-এর ওপর ৮ থেকে ১০ জন মুখোশধারী কিশোর গ্যাং সদস্য অতর্কিত হামলা চালায়। হামলার পুরো দৃশ্য আশপাশের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক ছিলো।

ভুক্তভোগী আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান,
“আমি একজন সাধারণ ছোট ব্যবসায়ী। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। আমার আত্মীয়স্বজন রাজনীতি করতে পারে-এতে আমার কী দোষ? কিশোর গ্যাংয়ের মাদক সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে থানা পুলিশ ও র‍্যাব জানায়, আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় সক্রিয় মুখোশধারী কিশোর গ্যাং ও চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী বা তার পরিবার অভিযোগ কিংবা মামলা দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *