নিজস্ব প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে ২১৬ গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে জাকের পার্টি মনোনীত (গোলাপ ফুল প্রতীক) এমপি প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকালে বোড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় নবীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ হাসান জনগণের উদ্দেশ্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার বা আইনের শাসন প্রতিষ্ঠা করবো। মাদক ও দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ে তুলবো। সব ধর্মের মানুষ যার যার স্থান থেকে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অনুষ্ঠান করতে পারে সেটা নিশ্চিত করবো বলে সাধারণ ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে এসব কথা বলেন।
অ্যাডভোকেট মাহমুদ হাসান আরো বলেন, কৃষি খাতে যে অপারগতা আছে তার বিল্পব ঘটাবো। কৃষকদের উৎপাদিত পণ্য তারা যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন তা নিশ্চিত করবো। কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করবো। বেকার সমস্যার সমাধান হলে অর্থাৎ মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি হলে তখন আর কেউ মাদকাসক্ত হবে না। কোন অপরাধের সাথে সম্পৃক্ত হবে না। পরিবারে কোনো অশান্তি থাকবে না, দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে মিলে আমার গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে গোপালগঞ্জ-২ আসনে সার্বিক উন্নয়নে আমার সহযোদ্ধা হিসেবে কাজ করবেন।
বিশিষ্ট সমাজসেবক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো: দেলোয়ার হোসেন, মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদ, শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: বাদল কাজী, মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: লিয়াকত হোসেন। সাধারণ সম্পাদক ইমরান হোসন সহ জেলা ও উপজেলা জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মাহমুদ হাসান বর্তমানে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি গোলাপ ফুল প্রতীক নিয়ে তরুণ প্রজন্ম, শিক্ষিত, সচেতনসহ সকল শ্রেণি- পেশার মানুষের কাছে পেয়েছেন গ্ৰহণ যোগ্যতা। আর এই জনপ্রিয়তার মূল চাবিকাঠি হিসেবে আসনটির ভোটারগণ তার অতি সাধারণ জীবনযাপন, অকৃত্রিম আলাপচারিতা, সৎ ও শিক্ষিতসহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণেই তার প্রতি আকৃষ্ট হচ্ছেন।

Leave a Reply