থানচি (বান্দরবান) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে জোনের গণসংযোগ হলে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মেজর মোঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, অনারি উপ-পরিচালক মোঃ মিরজুলহাজ, প্রধান সহকারী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অধিনায়ক তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৮ বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে ইউনিট সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্য সামনে রেখে ৩৮ বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেন জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের রেপিড আ্যকশান টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মূহুর্তেই মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ এ ৩৮ বিজিবির মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

Leave a Reply