কে এম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের বাসিন্দা ভারতীয় চোরাকারবারি মফিজ আলী(৪৫),সে মৃত: আব্দুল সত্তারের ছেলে। অপরজন হল একই গ্রামে বাসিন্দা ভারতীয় চোরাকারবারি আকবর আলী (২৬),তার পিতা: মৃত শওকত আলী। পুলিশ সূত্রে জানা যায় ৩০ জানুয়ারী ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)’ এর নির্দেশনায় রঙ্গারচর ইউনিয়নের হরিণা পাটি গ্রামে সদর থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সদর থানার এসআই মোঃ মিজানুর রহমান, সঙ্গীয়ফোর্স কনস্টেবল মানস কান্তি সিংহ,কনস্টেবল মোতালেব মিয়াসহ পুলিশের একটি অভিযানিক দল হরিণাপাটি গ্রামে তল্লাশি করে হাতে নাতে ভারতীয় মাদক নাসির উদ্দিন ৮৪ হাজার শলাকা বিড়িসহ হাতেনাতে চোরাকারবারি মফিজ আলী ও আকবর আলীকে আটক করে নিয়মিত মামলারুজু করে জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাদক, ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধ দমনে পুলিশ সব সময় অঙ্গীকারবদ্ধ। ভারতীয় নাসির বিড়িসহ ২জন আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ##
সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আ-টক

Leave a Reply