এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

এ,কে,এম, খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২৬ উপলক্ষে নাটোর-২ আসনে নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নে অবস্থিত পিপরুল সেন্টার মাঠ সংলগ্ন ৩১শে জানুয়ারি-২৬, রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় বিএনপি মনোনীত প্রার্থী- ধানের শীষের কান্ডারি-সাবেক এমপি, সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাড.এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, এস এম ফিরোজ উদ্দিন মোল্লা-( সভাপতি ৯নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি আলহাজ্ব এ্যাড.এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু ( বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি-সাবেক মন্ত্রী)। অনুষ্ঠানে প্রধান বক্তা
হিসাবে উপস্থিত ছিলেন  রহিম নেওয়াজ ( আহবায়ক- নাটোর জেলা বিএনপি) উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন ছবি (এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র সহধর্মিণী) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম বুলবুল ( সদস্য সচিব-নির্বাচন পরিচালনা কমিটি,উপজেলা বিএনপি) দেব জ্যোতি দেব দেবু ( সাবেক চেয়ারম্যান ৪নং পিপরুল ইউনিয়ন) আশরাফুজ্জামান হুমায়ন শিকদার ( আহবায়ক- পিপরুল ইউনিয়ন-নির্বাচন পরিচালনা কমিটি, উপজেলা বিএনপি)  অরুপ কুমার দেব মিঠন ( সদস্য সচিব- পিপরুল ইউনিয়ন, নির্বাচন পরিচালনা কমিটি) সন্চলনায় মহির উদ্দিন ( সাবেক যুগ্ন- সম্পাদক পিপরুল ইউনিয়ন বিএনপি)

উক্ত সমাবেশে বক্তাগন বলেন আগামী
১২ই ফেব্রুয়ারী নির্বাচনে একমাত্র ভরসার প্রতীক ধানের শীষ। বিএনপি মনোনীত মার্কা ধানের শীষের পক্ষে ভোট চান অতিথিরা।
নির্বাচনে জয়ী হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের সার, বীজ,কীটনাশক, সুদবিহীন লোন দেওয়া হবে।প্রতি বাড়িতে হতে কমপক্ষে একজন করে চাকরি দেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *