তারাগঞ্জে ক/ঠোর অবস্থানে সেনাবাহিনী, ভোটারদের মনে ফিরছে স্ব-স্তি

খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুরের তরাগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভোটাররা জানান, সংঘর্ষপ্রবণ এলাকা গুলোতে ভোটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছে। সেনাবাহিনী মাঠে নামার পর ভোটাররা এখন নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারছেন। বিশেষ করে কেন্দ্রগুলোর আশপাশে সেনাসদস্যদের উপস্থিতি নারী ও প্রবীণ ভোটারদের নিরাপত্তাবোধ আরও বাড়িয়ে দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিন ধরে তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যানবাহনের পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগও পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তারাগঞ্জ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের সহিংসতা, আধিপত্য বিস্তার কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *