মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বি-তরণ 

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে কুতুবের চর মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর সরকারি মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক খ.ম রেজাউল করিম,রায়গঞ্জ সদর মহিলা কলেজের সহকারি অধ্যাপক,সাংবাদিক সাজেদুল আলম, লেখক,গবেষক উজ্জ্বল কুমার মাহাতো,শিক্ষক আব্দুস সালাম,সাংবাদিক সাহেদ আলী,রফিকুল ইসলাম মন্টু,আব্দুর রহিম,হোসেন আলী,তুষার আহমেদ প্রমুখ।সকাল ৯ টা হতে বিকেল পর্যন্ত ৩৯টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।   
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত  বক্তব্যে বক্তারা বলেন,লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।খেলাধুলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।এমনকি মাদকসহ সব ধরনের নেশা থেকে দূরে রাখে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *