হেলাল শেখঃ আইটিভির স্টাফ রিপোর্টার ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়ের মামা মোঃ হাতেম আলী সরদার (৭০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬ ইং) ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার বিকেল ৫টায় পাবনার আমিনপুর থানার রতনগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের সামনে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় মরহুমের ভাগিনা মানবাধিকার কর্মী ও সাংবাদিক নেতা মোঃ সাইফুল ইসলাম জয় বলেন, “আমার মামা একজন অত্যন্ত ভালো ও ধর্মভীরু মানুষ ছিলেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply