ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।
খুলনার পাইকগাছায় উপজেলার খড়িয়া বিনাপানী স্কুলে চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাড়ে ৩ শত রোগীকে ফ্রী চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্তের রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় চিকিৎসকদের পরামর্শক্রমে ৫০ জন রোগীকে চশমা, দাঁতের ঔষধ,পেষ্ট সহ বিভিন্ন চিকিৎসা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্বাবধানে আয়োজিত চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীন চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট ও পাইকগাছা আমেনা ডেন্টাল কেয়ারের চিকিৎসকগন অংশ গ্রহণ করেন।
চক্ষু ডাক্তার হিসেবে ডাঃ সোহানুর রহমান ও ডেন্টাল চিকিৎসক হিসেবে ডেন্টিস্ট মোঃ মহব্বত আলী গাজী চিকিৎসা প্রদান করেন। গ্রামীণ চক্ষু হাসপাতালে অরগানাইজার আরাফাত হোসেন টিম ম্যানজমেন্টার দায়িত্ব পালন করেন। চক্ষু ক্যাম্পে ৩০ জন ছানি রোগী সনাক্ত করা হয়। এসকল ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, এক মাসের ঔষধ ও চশমা প্রদান করা হবে।
ফ্রী চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে আয়োজক সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন,অবহেলিত এই জনপদে মানুষকে কথা চিন্তা করে বিগত বছর থেকে আমি নিজ উদ্যোগে চক্ষু ও ডেন্টাল চিকিৎসার আয়োজন করছি। আগামী বছর গুলোতে আল্লাহ চাইলে গরীব ও অসহায় মানুষের কথা মাথায় রেখে এধরণের জনসেবা মূলক কর্মকান্ড চলতে থাকবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি বিত্তবানদের সেবা মূলক কাজ এগিয়ে আসার জন্য আহবান জানান।
প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।।

Leave a Reply