ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে ঝিনাইদহ প্রশাসনের ম/তবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সঙ্গে ঝিনাইদহ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনেডেটা ওডোরিসিও (ইতালি) এবং কার্লোস মারিয়া ডি সেরন ওয়াই কাস্ত্রো (স্পেন)।সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও উদ্যোগ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অবহিত করেন। এ সময় ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা, মনোনয়নপত্র বাতিল ও স্বেচ্ছায় প্রত্যাহারকরণ, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে অবহিত করেন।এছাড়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ পদ্ধতি ও তাদের প্রশিক্ষণ কার্যক্রম, পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের ভোটগ্রহণে সম্ভাব্য চ্যালেঞ্জসহ সার্বিক বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা প্রশাসনের মতামত গ্রহণ করেন।বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। বৈঠক শেষে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা আমাদের গৃহীত পদক্ষেপ সমুহ সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাদের অবহিত করেছি। আমাদের কাজে তারা সন্তুষ্ট।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *