নেছারাবাদে দু-র্বৃত্তদের হা-মলায় ঘোড়া মার্কার দুইকর্মী আ-হত

নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাগুরা এলাকায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় ‘ঘোড়া’ প্রতীকের কর্মী দুইজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন—মোঃ রফিক (পিতা: মোঃ মজিবর), গ্রাম: মাগুরা এবং শাহীন নামের এক অটোরিকশা চালক।

আহত মোঃ রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে শাহীনও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে ১০–১২ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে সেখানে শতাধিক লোক জড়ো হয়ে পুনরায় হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে। এ সময় শাহীনের অটোরিকশা ভেঙে চুরমার করা হয় এবং ‘ঘোড়া’ প্রতীকের লিফলেট ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ভুক্তভোগীদের দাবি,হামলাকারীরা বিএনপির কর্মী ।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *