চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে তিন হাজার চক্ষু রোগীর বি-নামূল্যে চিকিৎসা

বিশেষ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা–কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু রোগীদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রায় তিন হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সকদিরামপুর গ্রামের বড় পাটোয়ারী বাড়িতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টানা পাঁচ দিনব্যাপী বিভিন্ন মানবিক কর্মসূচির সমাপনী দিনে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে চক্ষু রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পারভীন পাটোয়ারী মনি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী জাহানারা মেহেরিন পালকি।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানবসেবায় কাজ করে যাচ্ছি। আমাদের কোনো রাজনৈতিক লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা নেই। প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের প্রয়াস সার্থক হয়।

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করার ইচ্ছা রয়েছে।

তিনি সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পারভীন পাটোয়ারী মনি বলেন, আমরা প্রবাসে বসবাস করলেও আমাদের মন পড়ে থাকে দেশের মানুষের কাছে। প্রতিবছর শেকড়ের টানে দেশে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দেশের মানুষের কল্যাণে কিছু করতে পারলেই আমাদের প্রবাসজীবনের পরিশ্রম সার্থক হয়।

অপর বিশেষ অতিথি জাহানারা মেহেরিন পালকি বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্যে বলেন, প্রবাসে থাকলেও দেশের মানুষের খোঁজখবর আমরা নিয়মিত রাখি।

অসহায় মানুষের কল্যাণে নিজের আয়ের একটি অংশ ব্যয় করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকেই বাবা-মায়ের মানবিক কর্মকাণ্ড দেখে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে আটজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা, ওষুধ সরবরাহের পাশাপাশি ছানি অপারেশন ও

লেন্স স্থাপনের পরামর্শ ও ব্যবস্থা নেওয়া হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে আসা রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ আহমেদ খান, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল,

সমাজসেবক মোহাম্মদ মজিবুর রহমান পাটোয়ারী,ফখরুজ্জামান পাটোয়ারী,মফু পাটোয়ারী, বিএনপি নেতা স্বপন পাটোয়ারী, মানিক পাটোয়ারী,শরীফ পাটোয়ারী,বিশিষ্ট ব্যাংকার সাঈদ পাটোয়ারী,হাসান পাটোয়ারী,বাসুপাটোয়ারী,আহসানুর রহমান সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *