নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অ-ভিযানে মা-দক ও দেশীয় অ-স্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রে-ফতার

আনোয়ার হোসেন।।
নেছারাবাদ প্রতিনিধি (পিরোজপুর)।।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)।
বুধবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল পুলিশকে সঙ্গে নিয়ে আকস্মিক এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাসেল হাওলাদার ও নাসরীন আক্তার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোয়েন্দা নজরদারির পর রাত আনুমানিক ৩টার দিকে যৌথ বাহিনী তাদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো ছুরি, অপরাধে ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড, নিজস্ব নজরদারির জন্য ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সেবনের সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডার মেশিন, মদের বোতল এবং ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল জব্দ করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত কয়েকজনের নাম প্রকাশ করেছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্রটি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত দম্পত্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *