বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
সীমান্তবর্তী দুর্গম এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে দায়িত্বপূর্ণ ক্যচুপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় অসহায় ও গরিব জনগণকে বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন বলিপাড়া জোনের মেডিকেল অফিসার বিএ-১০২৩১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি ও মেডিকেল স্টাফগণ রোগীদের সেবা প্রদান করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply