আরিফ রববানী ময়মনসিংহ।।
সমৃদ্ধ ও মানবিক ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ-৪ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আসরের নামাজ শেষে গণ মিছিলটি নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে নতুন বাজার, গাঙ্গিনারপাড়, স্টেশনরোড, পাটগুদাম ব্রীজ মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রধান অতিথি ও ময়মনসিংহ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগর জামায়াতে ইসলামীর আমির কামরুল আহসান এমরুল।
এর আগে সদর উপজেলা ও ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মূল মিছিলে যোগ দিলে পুরো নগরী জনস্রোতে পরিণত হয়।
গণমিছিল শুরুর আগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও মানবিক ময়মনসিংহ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
গণজমায়েতে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় গণমিছিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Leave a Reply