উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ও সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাগর মোল্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মোল্যা (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া মোটরসাইকেল চালক সাগরের বন্ধু ইমরান (১৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাগর মোল্যা উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে এবং আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাগর ও ইমরান দুই বন্ধু মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক নসিমনের সঙ্গে তাদের মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইমরান ও পেছনে থাকা আরোহী তার বন্ধু সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং ইমরানকে যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরে সাগরকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর রাতে তিনি মারা যান। এদিকে, ইমরানের অবস্থাও আশঙ্কাজনক। তিনি যশোরে চিকিৎসাধীন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিবো।
অপরদিকে
নড়াইলের কালিয়া স্ত্রীকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুখিয়ে রাখেন স্বামী।
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক মাস আট দিন পর সেপটিক ট্যাংক থেকে আলপনা (৩৫) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আলপনার স্বামী আল-আমীন মন্ডল ওরফে ইরানুরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শুক্তগ্রামের বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Leave a Reply