মোঃ বাবুল হোসেন পঞ্চগড়,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলার দুই টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, +৮৮০১৭৫৬৫৭২০৬৩ নম্বর থেকে জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড় পরিচয়ে ফোন করে প্রার্থীদের কাছে টাকা-পয়সা দাবি করা হচ্ছে।
জেলা প্রশাসন, পঞ্চগড় সূত্রে জানানো হয়েছে, উক্ত নম্বর থেকে করা ফোনকল সম্পূর্ণ ভুয়া এবং জেলা প্রশাসনের সঙ্গে এর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ ধরনের ফোনকলের বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য জেলার সকল প্রার্থীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন আরও জানায়, উক্ত নম্বরধারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্দেহজনক যেকোনো ফোনকল বা তথ্য পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসক পঞ্চগড়।

Leave a Reply