হেলাল শেখ: ঢাকার সাভার-আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও সেই গ্যাস ভাউচার ছাড়াই ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকায় সাব-ডিলারদের কাছে বিক্রি করছেন কাশিমপুর জোনের ডিলার আব্দুর রহমান-এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই গ্যাস সিলিন্ডারগুলো খুচরা পর্যায়ে সাধারণ গ্রাহকদের কাছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।
গত এক সপ্তাহ সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশি লাভের আশায় খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি করছেন। দোকানদারদের দাবি, গ্যাস কোম্পানি ও ডিলারদের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়ভাবে এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকেই অতিরিক্ত দামে গ্যাস নিতে বাধ্য হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
সরেজমিনে আরও দেখা যায়, বসুন্ধরা, বেক্সিমকোসহ প্রায় ছয়টি কোম্পানির ১২ কেজি গ্যাস সিলিন্ডার কাশিমপুর এলাকার ডিলার আব্দুর রহমানের চারটি গোডাউনে মজুদ রয়েছে। হাজার হাজার সিলিন্ডার মজুদ থাকা সত্ত্বেও হাতিমারা কলেজের সামনে অবস্থিত নিউ জেরিন ট্রেডার্সের ম্যানেজার আল-আমিন দাবি করেন,“আমাদের গোডাউনে বর্তমানে কোনো গ্যাস নেই।”
এ বিষয়ে ডিলার আব্দুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাধারণ ভোক্তারা জানান, অতিরিক্ত দামের কারণে ১২ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না তারা। গ্যাসের দাম বাড়ার কারণে ইলেকট্রিক চুলা ও জ্বালানি কাঠের দামও বেড়েছে অনেক।

Leave a Reply