পটুয়াখালী-৪ আসনে ১০ দলের জোট প্রার্থীর নেতাকর্মীদের হেনস্থার অ-ভিযোগ

রফিকুল ইসলাম,রাঙ্গাবালী
পটুয়াখালী-৪(রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মীদের হেনস্থার অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ।
বুধবার সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তাঁর কর্মীরা নিয়মিত বাধার মুখে পড়ছেন। তাঁর অভিযোগ, নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে এবং তাদের বোরকা খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে।

ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই। তাঁর কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন জোট প্রার্থী।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নেতারাও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্নভাবে হয়রানির মাত্রা বাড়ছে। প্রচারণা চালানোর সময় বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়।

সভায় জানানো হয়, গতকাল বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় প্রচারণা চালানোর সময় নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা আমির মাওলানা কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কামরুল আহসান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মিজানুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, মৌখিকভাবে আমাকে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *