মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে সলঙ্গা বি-দ্রোহ দিবস পালিত

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস সলঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে আজ বিকেলে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল হল রুমে এ আয়োজন করা হয়।
১৯২২ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার গো-হাটায় সংঘটিত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নির্মম হতাহতের ঘটনা। ব্রিটিশ শাসন ও তাদের দোসরদের নির্মম গুলিতে সরকারি হিসেবে সাড়ে ৪ হাজার মানুষ হতাহত হয়। সাহসী ও আত্মত্যাগী সাধারণ মানুষ প্রতিরোধে আন্দোলনে নামে।তৎকালীন সলঙ্গার সিংহ পুরুষ মাও: আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে সাহসী ও আত্মত্যাগী সাধারন মানুষ প্রতিরোধে আন্দোলনে নামে।বাংলার গ্রামীণ জনপদের সেই শহীদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়াও বক্তারা শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য গো-হাটায় স্মৃতিস্তম্ভ নির্মাণ,সলঙ্গায় পৌরসভা ও উপজেলার দাবি জানান।কে. এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,চীফ এডমিন শাহ আলম ।সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপদেষ্টা সহকারি অধ্যাপক বেলাল হোসেন,উপদেষ্টা আব্দুস ছালাম মাস্টার,অধ্যক্ষ মোস্তফা জামান,এডমিন হারুনর রশিদ, শাহিদুল ইসলাম, মডারেটর তুষার তালুকদার,নাজমুল হুদা,রাজু আহমেদ ও সুজন হোসেন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *