এম এ আলিম রিপন,সুজানগরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ আসনে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব ‘ধানের শীষ’ প্রতীক পাওয়ায় সুজানগরে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সুজানগর পৌর শহরে এ বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি থানা চত্বর থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে পৌর কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীক স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেতা মিনু মন্ডল,ফজলুর রহমান, হারুন মন্ডল, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু,সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা পল্টন,সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান, পৌর শ্রমিকদলের সদস্য সচিব আব্দুল মাজেদ,ছাত্রদল নেতা এরশাদ, গাজী মাহারুল ইসলাম, এস এম আফতাব, শেখ রুবেল, আব্দুস সবুর জয় ও সংগ্রাম প্রমুখ। বক্তারা তাদের বলেন“ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দীর্ঘদিন ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ব্যালটের মাধ্যমেই তারা সেই অধিকার পুনরুদ্ধার করবে।তারা আরও বলেন, সেলিম রেজা হাবিব একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা। তার সুযোগ্য নেতৃত্বে এই অবহেলিত জনপদ একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

Leave a Reply