ড্রামট্রাকের থা-বাই সড়কে স্কুলছাত্রী নিহ-ত

নাজিম উদ্দিন রানা :

লক্ষ্মীপুর শহরের এলজিইডি কার্যালয় এলাকায় ড্রাম ট্রাকের থাবাতে গেল আফরিন (১০) নামে আরেক স্কুলছাত্রীর প্রাণ। এ ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর এলজিইডি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,আনুমানিক ৭টা ৩০ মিনিটে নোয়াখালীর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর এলজিইডি অফিসের সামনে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশু আফরিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।আহত অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান,দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত অটোরিকশা চালককে একই হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।ড্রাম ট্রাকটির চালক ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হলেও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *