হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়ার ছয়তলা ইস্টার্ন হাউজিং এলাকায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজাদ নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ ইং) বিকেল সাড়ে ৪টার দিকে জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং এলাকার সাবেক সেট ফ্যাশন পোশাক কারখানা সংলগ্ন রাস্তায় এ গোলাগুলির ঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আজাদ গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা গুলিবিদ্ধ আজাদকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে। এর তিনদিন আগেও জামগড়া গফুর মন্ডল স্কুল রোডে শতাধিক মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর ভাংচুর লুটপাট করে। উক্ত গুলাগুলির ঘটনায় পুরো এলাকাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Leave a Reply