আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতিক) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বিভিন্ন ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গণসংযোগ ও পথসভা করেছেন। এসব পথসভায় বিএনপির নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ব্যাপক ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে ইউপির মাদারিপুর,ভবানীপুর,কামারগাঁ, হরিপুর, কচুয়া, হাতিশাইল ও মালশিরাসহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, সুলতান আহম্মেদ, রবিউল ইসলাম,খলিলুর রহমান, ডায়মন্ড, ইউসুফ আলী,রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুব মোল্লা, ওয়ার্ড বিএনপির নেতা ওবাইদুর রহমান,ডাঃ মিজানুর রহমান মিজান, ও ছাত্রদল নেতা শাহীন সরকারপ্রমুখ। এছাড়াও বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
এদিকে এসময় উপস্থিত সাধারণ মানুষ মোটা দাগে ব্যারিস্টার পরিবারের দুটি বিষয় একটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কৃষি উন্নয়নে অবদান, অপরটি যোগাযোগ বিচ্ছিন্ন তানোরের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও বিদ্যুৎ সুবিধার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যারিস্টার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।#

Leave a Reply