জীবননগর প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শক্তি ফাউন্ডেশন।
সোমবার সকাল ১০টায় শক্তি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার জীবননগর শাখার উদ্যোগে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার বিভিন্ন এলাকার ৯০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জীবননগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার অপারেশন (ওসি) মোঃ আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা রিজিওনাল হেড শেখ মোঃ তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলার মহেশপুর এরিয়ার ম্যানেজার মোঃ গোলাম জাকারিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয়কারী মোঃ আব্দুল আলিম সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। ভবিষ্যতেও শক্তি ফাউন্ডেশন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply