উজিরপুরে জেলেদের মাঝে গরু বি-তরণ

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসচ্ছল জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পরিষদ চত্বরে এ গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন জেলের হাতে গরু তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার,পৌর সভাপতি মোঃ আল-আমিন সরদার, পৌর বিএনপির সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন।
এ সময় বক্তারা বলেন, জেলেদের জীবনমান উন্নয়নে মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের উৎস তৈরি করা জরুরি। নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক দুর্যোগের সময় জেলেরা যাতে আর্থিক সংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকার এ ধরনের সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। গরু পালন জেলেদের জন্য একটি টেকসই ও লাভজনক বিকল্প কর্মসংস্থান হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী জেলেরা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *