আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টসের সামনে অ-জ্ঞাত ব্যক্তির ম-রদেহ পড়ে আছে রাস্তায়

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকা থেকে কিছুটা ভেতরে হেয়ন গার্মেন্টসের সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দিবাগত গভীর রাতে স্থানীয়রা হেয়ন গার্মেন্টসের সামনে একজন অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার প্রস্তুতি নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই পড়ে ছিলো। ঘটনাস্থলে শতাধিক উৎসুক জনতার ভিড় জমে যায়। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *