হেলাল শেখ: ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় সাব-কন্ট্রাকে গার্মেন্টসের পোশাক তৈরি করে দেওয়ার নামে নগদ অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ী তপন কুমার দাস গুপ্ত অভিযোগ করে জানান, আজিজুল ইসলাম তার কাছ থেকে প্যান্ট তৈরির জন্য ১৫০৪ গজ কাপড় গ্রহণ করেন এবং অগ্রিম মজুরি বাবদ ২০ হাজার টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি তৈরি পোশাক বা কাপড় কোনোটিই ফেরত দেননি। পাওনা টাকা ও মালামাল চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী তপন কুমার দাস গুপ্ত আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৫৭৮, তারিখ ১৪/১২/২০২৫ ইং। বিষয়টি তদন্ত করছেন আশুলিয়া থানার (এএসআই) আমিনুর রহমান। তিনি জানান, জিডির তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বাদী চাইলে আইনগতভাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ ইং) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তপন কুমার দাস গুপ্ত বলেন,
“আমি আজিজুল ইসলামকে গত ২২/০৪/২০২৫ ইং তারিখে প্যান্ট তৈরির জন্য ১৫০৪ গজ কাপড় দিই। এখন পর্যন্ত সে কোনো প্যান্ট দেয়নি। আমার লাখ লাখ টাকার মালামাল আত্মসাৎ করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি। আমি এর সঠিক বিচার চাই।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার না করে বিবাদী আজিজুল ইসলাম বলেন,“আমি কাপড় গ্রহণ করেছি এবং প্যান্ট তৈরি করা হয়েছিলো। তবে নিতে দেরি হওয়ায় শ্রমিকরা সেগুলো বিক্রি করে দিয়েছে।”
এ বিষয়ে এলাকাবাসীর একাধিক ব্যক্তি জানান, এ ধরনের বিশ্বাসঘাতকতার অভিযোগ আজিজুল ইসলামের বিরুদ্ধে আগেও শোনা গেছে, সে একজন খারাপ প্রকৃতির লোক।

Leave a Reply