যবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা বার্তা জানান গোবিপ্রবি উপাচার্য।

দিবসটি উপলক্ষে রবিবার ক্যাম্পাসজুড়ে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও পিঠা উৎসব, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই কর্নার, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন প্রভৃতি।  
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।পরে গোবিপ্রবি উপাচার্যকে ও অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন।  
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সবচে’ আকর্ষণীয় ছিল পিঠা উৎসব।  
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে যবিপ্রবিতে ৮টি অনুষদের অধীনে ২৭টি ডিপার্টমেন্টে ছয় হাজার ২১৩ শিক্ষার্থী অধ্যায়ন করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *