রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা সদ্য প্রয়াত কবি লেখক আকতারুজ্জামান সুলতান স্মরণ এ আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত।
গতকাল শুক্রবার ২৩ জানুয়ারি রংপুর এ সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সভাপতি নাসরিন নাজ এর সভাপতিত্বে আলোচনা ও কবিতা পাঠ করেন দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা বাংলাদেশ বেতার রংপুরের আব্দুর রহিম, রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি কবি আব্দুর রাজ্জাক, কবি আনিসুল হক,কবি শোয়েব দুলাল ,ড.অখিল পোদ্দার,কবি এমাদ উদ্দিন আহমেদ,কবি আহসানুল হাবিব মন্ডল, কবি আহসান হাবিব রবু,কবি ফাহমিদা আফরোজ, কবি সরকার অভি, মাহমুদুল ইসলাম আকাশ, কবি জিয়াউল আলম ফারুকী, কবি ছলিমা হোসেন পপি, কবি সুফি জাহিদ হোসেন, কবি এটিএম মোর্শেদ,কবি ইরশাদ জামিল, কবি জুলফিকার আরাফাত পরশ, কবি নুসরাত উপমা,ডা. মুইদুল ইসলাম, কবি খেয়ালী মোস্তফা, কবি নাজিরা পারভীন, কবি দেলোয়ার হোসেন রংপুরী, সুবর্ণা মুস্তাফা, মেঘলা আক্তার, শাম্মি আক্তার রুপা, কবি আনজুমান আরা, কবি শরিফ-উর-রহমান, কবি মুসাফা আখতার বানু, কবি সৈকত হাবিব, কবি মোস্তাক আহম্মেদ, কবি আলমগীর হোসেন, কবি নাজিরা জাহান, প্রমুখ।
প্রয়াত কবি আকতারুজ্জামান সুলতান এর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরি।
সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পারিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

Leave a Reply