তানোরে জামায়াতের নির্বাচনী জ-নসভা

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্ডুমালা পৌর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেন আমিরের সভাপতিত্বে এবং মুন্ডমালা পৌর জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন ও সানাউল্লাহ’র সঞ্চালনায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী (প্রতিক দাঁড়ি পাল্লা) দলের নায়েবে আমির ও সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, সেক্রেটারি মোলাম মোর্তুজা, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা সাবেক আমির মাওলানা আমিনুল ইসলাম,
তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসের, সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আনিসুর রহমান, তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, ইসলামি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মাইনুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,
বাধাইড় ইউপি আমির মাইনুল ইসলাম, মুন্ডমালা কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক ইব্রাহিম, রাজশাহী জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল মমিন, রাজশাহী জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি রমজান আলী, তানোর উপজেলা ছাত্রশিবির সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান, বক্তব্য রাখেন তানোর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুবলীগ নেতা দেবনন্দ বর্মন ও তানোর গোল্লা পাড়া বাজার মন্দির কমিটির নেতা দর্শনাথ দাস প্রমুখ। এছাড়াও স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান কলমা, বাধাইড়, মুন্ডমালা পৌরসভা এবং পাঁচন্দর ইউপির বিভিন্ন গ্রাম পাড়া- মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *