শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আরিফ রববানী ময়মনসিংহ।।
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ সদর আসনের বিভিন্ন উন্নয়নের রোড ম্যাপ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানে ঘোষিত এই ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি , যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও সুশাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাওলানা কামরুল আহসান এমরুলের পক্ষে ইশতেহার পাঠ করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

ইশতেহারে ময়মনসিংহে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিদ্যমান ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যা থেকে তিন হাজার শয্যায় উন্নীত করা, ময়মনসিংহ থেকে সিলেট ও রাজশাহীর সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ চালু এবং ঢাকা-ময়মনসিংহ অফিস টাইম ট্রেন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে মোট ৭০ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

এসময় তিনি নগরীর রেললাইনের দুই পাশে জায়গা অধিগ্রহণ করে দুই পাশ দিয়ে সড়ক নির্মাণ, ময়মনসিংহ-ঢাকা অফিস টাইম ট্রেন চালু, ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-রাজশাহী রেল যোগাযোগ জোরদার এবং ঢাকা-জুয়েলগেট এলিভেটেড রেল স্থাপনের উদ্যোগ ও নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে নারীদের জন্য বিনামূল্যে বিশেষ স্কিল ট্রেনিং (টেইলারিং, আইটি, হোম কেয়ার সার্ভিস, অনলাইন ব্যবসা ইত্যাদি) চালু, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন একই সাথে
সুশাসন ও সামাজিক নিরাপত্তা জোরদারে
রাজনৈতিক হয়রানিমূলক ও প্রতিহিংসামূলক মামলা বন্ধ, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহ ও প্রণোদনা প্রদান, শহরে সবুজায়ন ও একাধিক শিশু পার্ক স্থাপন এবং নিয়মিত জনগণের সঙ্গে সরাসরি সংলাপের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া ময়মনসিংহ বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম নির্মাণ এবং সংখ্যালঘু ও অন্যান্য ধর্মাবলম্বীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার সুরক্ষার অঙ্গীকারও ইশতেহারে তুলে ধরেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি বলেন-আমরা জাতির সেবক হতে চাই, শাসক হতে নয়। ন্যায়, ইনসাফ ও উন্নয়নের মাধ্যমে ময়মনসিংহ সদরকে একটি আদর্শ আসনে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম। তাছাড়া জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *