লৌহজংয়ে শাপলা কলি প্রতীকে মাজেদুল ইসলামের গ-ণসংযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লৌহজংয়ে মুন্সীগঞ্জ ২ আসনের ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। শনিবার বিকেল ৪ টায় উপজেলার কলমা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে লৌহজং ও টঙ্গীবাড়ীর উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো।” তিনি এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস লৌহজং উপজেলার আমির মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) লৌহজং সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ আতাহারী, মুন্সীগঞ্জ জেলা যুবশক্তির আহবায়ক আজিম সরদার বিপ্লব সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *