লিটন মাহমুদ।।
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলছেন,জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণীর ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙীন স্বপ্ন দেখা শুরু করলো। আমরা সরল মনে পথ চলতে ছিলাম। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে আমাদেরকে কেচকাকলে ফালাবার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করলো। এমনভাবে ষড়যন্ত্র করা হলো,হয় কেচকাকলে পড়তে হবে না হয় তোমাদেরকে একা হতে হবে।
শনিবার (২৪ শে জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সিীগঞ্জ-২ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনিত সংসদ সদস্য প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দ্যেশ করে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আমাদের সাথে আরও যে ইসলামি দলগুলো ছিলো তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন।
আমীর বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এখন একা নয়। ওরা একা হয়ে গেছে।
যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিলো, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ ওদেরকে ছেড়ে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে।
এ সময় তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের জন্য ভোট প্রার্থনা করেন।

Leave a Reply