নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের সঙ্গে দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক পথচলার ইতি টানলেন নেছারাবাদের পরিচিত রাজনৈতিক নেতা মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
আবেদনে মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার উল্লেখ করেন, বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি টানা ২৮ বছর ধরে দল ও বিভিন্ন অঙ্গসংগঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৭ বছরে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হন এবং হামলা-মামলার শিকারও হয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন।
ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে তিনি জানান, ২১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে তিনি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করছেন।
দলের বিভিন্ন পর্যায়ে তাঁর দায়িত্বের মধ্যে ছিল—
যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি;
আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল;
যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল;
সাধারণ সম্পাদক, ২নং সোহাগদল স্বেচ্ছাসেবক দল;
সদস্য সচিব, নেছারাবাদ উপজেলা মৎস্যজীবী দল;
সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ফোরাম (বরিশাল বিভাগ);
এছাড়াও তিনি পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও চট্টগ্রাম দক্ষিণ মহানগর ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক অঙ্গনে তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নেছারাবাদ এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আনোয়ার হোসেন ।।

Leave a Reply