সারজিস আলমকে শো-কজ

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের একটি জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি অমান্য করে প্রচারণা চালিয়েছেন সারজিস আলম। অভিযোগগুলো হলো:

অবৈধ তোরণ নির্মাণ: নিয়মবহির্ভূতভাবে জনসভার জন্য বিশাল তোরণ নির্মাণ করা।

অতিরিক্ত বিলবোর্ড ও ব্যানার: নির্বাচনী প্রচারণার নির্ধারিত সীমার বাইরে গিয়ে যত্রতত্র বিলবোর্ড এবং বড় আকারের ব্যানার স্থাপন করা।

পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট মাপের পোস্টার এবং ব্যানার ব্যবহারের নিয়ম থাকলেও সারজিস আলমের পক্ষ থেকে তা লঙ্ঘন করা হয়েছে। এরই প্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

সারজিস আলম বা তাঁর নির্বাচনী প্রচার টিমের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় এনসিপি ও জোটের নেতাকর্মীদের দাবি, এটি জনসভার সাজসজ্জার অংশ ছিল, সরাসরি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *