সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চান্দাইকোনা সমন্বয় কেজি স্কুল মাঠ চত্বরে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন সরকার।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, জার্মান বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নারী নেত্রী ও কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।#

Leave a Reply