পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের পদ ছাড়লেন সাংবাদিক ইমরান শেখ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সাংবাদিকতায় নিরপেক্ষতা ও পেশাগত বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারির পদ থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) পদত্যাগ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান শেখ।

লিখিত এক বিবৃতিতে তিনি জানান, সাংবাদিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ থাকা তার মৌলিক দায়িত্ব। সেই বিবেচনা থেকেই তিনি উক্ত রাজনৈতিক দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে চিরদিনের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইন, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ডের প্রতি সম্মান রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাংবাদিক মো. ইমরান শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের বাসিন্দা। তিনি পাটগাতী গ্রামের প্রয়াত আবু মুসা শেখের ছেলে। সাংবাদিক মোঃ ইমরান শেখ দীর্ঘদিন ধরে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *