কে এম সোয়েব জুয়েল।।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক অপপ্রচার চালাচ্ছেন বরিশাল -১ (গৌরনদী – আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবদুস সোবহান ও তার নেতা কর্মিরা।
২৪ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় সরিকল বন্দর কমিটির অফিসে বন্দরের অনেক ব্যাবসায়ীদের উপস্থিতিতে এমন অভিযোগ করেন বন্দর কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরিকল ইউনিয়ন যুগ্ম আহবায়ক ও গৌরনদী উপজেলার কমিটির সদস্য হেদায়েত হোসেন মৃধা সহ একাধিক ব্যাবসায়ীরা।
তিনি (হেদায়েত) বলেন , গতকাল শুক্রবার ২৩ জানুয়ারি বরিশাল -১ আসনের ফুটবল মার্কার সংসদ সদস্য সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আবদুস সোবহান বেলা ১২ টার দিকে তার লোকজন নিয়ে সরিকল বন্দরে ফুটবল মার্কার হ্যান্ডবিল বিলি করেন। এ সময় সতন্ত্র প্রার্থী সোবাহানের ফুটবল মার্কার সমর্থিত কতিপয় লোকজন হাটে উপস্থিত লোকজনদের মাঝে বলে বেড়ান তারেক জিয়ার সালাম নিন ফুট বল মার্কায় ভোট দিন, এ স্লোগানকে ঘিরে স্হানীয় বিএনপির সমর্থিত ধানের শিশ সমর্থিত লোকজনদের সাথে ফুটবল মার্কার লোকজনর মাঝে বাকবিতন্ডায় জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটলেও ব্যাপক কোন ঘটনা ঘটেনাই। এমনটাই জানিয়েছেন বন্দর কমিটির সভাপতি মোঃ হেদায়েত হোসেন মৃধা।
এ ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে ধানের শিশের পক্ষে গন মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তি হীন ও বানোয়াট । তিনি আরও বলেন , এমন অপপ্রচার চালিয়ে ধানের শিশের বিজয়কে ঠেকিয়ে রাখা কোন ভাবেই সম্ভব নয়। তাদের (ধানের শিশের) জনপ্রিয়তা দেখে প্রকৃত পক্ষে ভয়ে এমন অপপ্রচার চালাচ্ছেন সতন্ত্র প্রার্থীর লোকজন।
তবে ১২ ফেব্রুয়ারীর সারাদিনের নির্বাচনে আল্লাহর ইচ্ছায় জনগনের সাড়ায় বিপুল ভোটে বিজয় হবে তাদের ধানের শিশ মার্কা এমনটাই বলেন তারা।
বন্দরের ব্যাবসায়ীদের মাঝে ২৩ জানুয়ারির লিফলেট বিতারন সম্পর্কে মিথ্যা অপবাদ চালানো সম্পর্কে বক্তব্য রাখের ব্যাবসায়িদের মধ্যে মোঃ জসিম উদ্দিন, দুলাল চন্দ্র বাড়ই,মোঃ খলিলুর রহমান প্রমুখ।
এ সময় সরিকল বন্দর কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বন্দর কমিটির কোষাদক্ষ কৌসিক হাসান রাফি,উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন বন্দর কমিটির বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আবুতালেব,,বন্দর কমিটির সদস্য মোঃ মামুন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ জাকির চোকদার, ফজলুল হক মোল্লা প্রমুখ।
এ সকল অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সতন্ত্র ফুটবল মার্কার প্রার্থী ইন্জিনিয়ার আবদুুস সোবহান বলেন, ধানের শিশের লোকজনের অভিযোগ গুলো আদৌ ঠিক নয়। প্রকৃত পক্ষে লিফলেট বিতারনকে কেন্দ্র করে তারা আমাদের লোকজনকে হেনস্তা করেছে এমনটিই জানিয়েছেন তিনি।

Leave a Reply