হেলাল শেখঃ ঢাকা জেলার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলতলা ফকিরবাড়ি এলাকায় ময়লার গাড়ির মালিক শেখ মোঃ হানিফের বিরুদ্ধে মোছাঃ সোনিয়া সরকার (২২) নামের এক নারীকে অমানুষিক নির্যাতন করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে, ভুক্তভোগী সোনিয়া নিজেই সামনে এসে ভয়াবহ এই ঘটনার বর্ণনা দিয়েছেন।
ভুক্তভোগী ভিকটিম সোনিয়া সরকার জানান, তিনি মন্নান সরকারের মেয়ে। অভিযুক্ত শেখ মোঃ হানিফ কৌশলে ও হুমকি-ধামকি দিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে গোপনে ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়।
সোনিয়ার অভিযোগ, তিনি সম্পর্ক ছিন্ন করতে চাইলে অভিযুক্ত তাকে মারধর করে এবং একাধিকবার হত্যার হুমকি দেয়। সর্বশেষ তাকে হত্যা করার উদ্দেশ্যে গুরুতর নির্যাতন করা হলে কোনোমতে তিনি প্রাণে বেঁচে যান এবং পরে বিষয়টি প্রকাশ্যে আনেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রভাবশালীরা বারবার আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে, যা বন্ধ হওয়া জরুরি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ মোঃ হানিফের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply