মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপিকে গ-ণসংবর্ধনা

এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. রিয়াজুল ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার সকাল ১০টায় মোরেলগঞ্জের নব্বইরশী বাসস্ট্যান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সংবর্ধনা উপলক্ষে এক বিশাল গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মোরেলগঞ্জের কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য মো. বেল্লাল হোসেন অপু, হাফেজ সুলতান আহম্মেদ, পৌর আমির রফিকুল ইসলাম,পৌর সাধারণ সম্পাদক মাস্টার আল আমিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, জামায়াত নেতা নাসির উদ্দিন, মহিবুল্লাহ রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে। সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লুটপাট, ঘের দখল ও চাঁদাবাজির রাজনীতি থেকে জনগণকে মুক্ত করা হবে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ১০ দলীয় ঐক্যজোটের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শরণখোলা থেকে ঘষিয়াখালী পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনে পরিকল্পিত পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীতে সেতু নির্মাণ এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে সরকারি গাড়ি শুল্কমূল্যে গ্রহণ করা হবে না। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জানমাল ও অধিকার রক্ষা করা হবে।

সমাবেশ শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে পৃথক এক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *