ফ্যা-সিস্টের বাস ব-ন্ধে প্রশাসনের ব্য-র্থতার অ-ভিযোগ তুলে ময়মনসিংহে এনসিপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ
ইউনাইটেড বাসের স্টাফ কর্তৃক একজন জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট শক্তির দৌরাত্ম্য এবং তা বন্ধ করণে প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ তুলেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৫টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহরের কাচারী রোডস্থ এনসিপি জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এমন অভিযোগ করে বলেন, জুলাই যোদ্ধার ওপর প্রকাশ্য লাঞ্ছনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি রাজনৈতিক বার্তা এবং ফ্যাসিবাদী দম্ভের বহিঃপ্রকাশ। তারা দাবি করেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে পরিকল্পিতভাবেই এই অবমাননা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর, দৃশ্যমান বা গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নেতাদের ভাষ্য অনুযায়ী, এই নিষ্ক্রিয়তা প্রশাসনিক অদক্ষতা নয়, বরং জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

এনসিপি নেতারা আরও বলেন, জনগণের প্রতিবাদ ও দাবির পরও ইউনাইটেড বাসসহ তথাকথিত ফ্যাসিস্টদের বাস চলাচল অব্যাহত রয়েছে, যা প্রশাসনের সদিচ্ছাহীনতার প্রমাণ। তারা অভিযোগ করেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে অথবা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

সংবাদ সম্মেলনে গত ১০ অক্টোবরের ঘটনার পর জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। তারা জানান, কমিটি গঠনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সভা অনুষ্ঠিত হয়নি, কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি নেই। তাদের মতে, কমিটি গঠন ছিল কেবল সময় ক্ষেপণের কৌশল।

এনসিপির পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে ইউনাইটেড বাসসহ সকল ফ্যাসিস্টের বাস চলাচল বন্ধ, প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার নিরপেক্ষ ও প্রকাশ্য পর্যালোচনা, গঠিত কমিটির কার্যক্রম সম্পর্কে জনসমক্ষে ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধার মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, এই ইস্যুতে নীরব থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা ধারাবাহিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, প্রশাসনের ব্যর্থতা ও দায়হীনতা জাতির সামনে তুলে ধরতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবাদ সম্মেলনে এনসিপি, ময়মনসিংহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *