মা-দক সেবনকারীরাই অ-পরাধের মূল উৎস নে-শার টাকা জোগাড়ে চু-রি, ছি-নতাই ও খু-ন

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার, আশুলিয়া, গাজীপুর, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্তরা মাদকের নেশার টাকা জোগাড় করতে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি খুনসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
সচেতন মহলের মতে, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধচক্রগুলোর কারণেই এসব এলাকায় অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে আইটিভি বাংলার স্টাফ রিপোর্টার ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন,“মাদকের মরণ নেশা ধীরে ধীরে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মদসহ বিভিন্ন ধরনের মাদক সেবনে নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের (হিজরা) ব্যক্তিদেরও জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, মাদক বিক্রি ও সেবন বন্ধে আইটিভি বাংলা সচেতনতা মূলক একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। পথশিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘গানের কলি’ শিরোনামে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে গান ও খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের মাদক থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, যা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *